বরিশালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত
|
![]() বরিশাল ব্যুরো :- বরিশালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। এদিকে দুর্ঘটনার পরপরই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশ এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। আজ রবিবার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভ্যান যাত্রী ফজলুল হক (৬৩) ও সুমি আক্তার (৪০) এবং ভ্যানের চালক জয়নাল (৪০)। নিহতদের বাড়ি রহমতপুরের মানিককাডি এলাকায়। আহত হলেন- নিহত সুমি আক্তারের চার বছর বয়সী ছেলে তাওহীদ। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, শ্যামলী পরিবহনের বাসটি কুয়াকাটা থেকে বরিশালে আসে। দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গাড়িটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রহমতপুর ব্রিজের ঢালে পৌঁছলে সড়ক পার হতে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক ও এক শিশুকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভ্যানচালক জয়নাল মারা যান। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত ফাতিমা বলেন, দুর্ঘটনায় দুই নিহত হয়েছে। মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ ছিল, এখন স্বাভাবিক রয়েছে। বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক আমানউল্লাহ আল বারী বলেন, বাসটি আটক করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। স্থানীয় লোকজন দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছিলেন। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |