নিজস্ব প্রতিবেদক :- টানা একযুগ ধরে নিজ ঘরের চার দেয়ালে বন্দি জীবন কাটাচ্ছেন মেধাবী ছাত্র আলামিন হাওলাদার (৩০)। আলামিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সাড়ে পাঁচআনি গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে।
শনিবার সকালে আলামিনের বাবা বলেন, ছেলের মানসিক সমস্যা থাকার কারণে অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে গত একযুগ ধরে নিজ ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে হয়েছে। তিনি আরও বলেন, আলামিনের এ অবস্থায় আমার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ হয়ে বিগত ছয় বছর পূর্বে মারা গেছেন। স্ত্রী’র মৃত্যুর পর আলামিনকে নিয়ে আমি আরো অসহায় হয়ে পরেছি। বর্তমানে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে। আবুল কালাম তার ছেলের সঠিক চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্রমতে, আলামিন ওই ইউনিয়নের জম্বিলা খাতুন মাদরাসা থেকে দাখিল পাস করেন। পরবর্তীতে একই ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া আলীম মাদরাসায় আলীম শ্রেণিতে ভর্তি হয়। আলীম শেষবর্ষে পড়াশুনা করা অবস্থায় সে (আলামিন) অস্বাভাবিক আচরণ করতে থাকে। প্রথম পর্যায়ে বিভিন্নস্থানে চিকিৎসা করিয়েও কোন সুফল না পেয়ে আলামিনকে তার স্বজনরা একটি ঘরে লোহার দরজায় আবদ্ধ করে রাখেন। সেই থেকে চার দেয়ালের মধ্যে দীর্ঘ একযুগ বন্দি রয়েছেন আলামিন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী তথ্যের সত্যতা নিশ্চিত করে আলামিনের উন্নত চিকিৎসার জন্য সরকারীভাবে উদ্যোগ গ্রহণের জোর দাবি করেন। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতেমা বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদটি পঠিত : ১৩৭
৭৩