নিজস্ব প্রতিবেদক :- ৪৭তম জাতীয় শোক দিবসে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও মিলাদ, কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল এগারোটায় রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শহীদ সুকান্ত আবদুল্লাহর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজ হল রুমে আলোচনাসভা, বাদ যোহর জাতির পিতাসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেকৃষ্ণ হালদার এর সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত।
শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা ও শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজের অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, আ. ছাত্তার মোল্লা, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ হোসেন, পিয়ারা ফারুক বখতিয়ার, ফরহাদ তালুকদার, আওয়ামী লীগ নেতা ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ সিকদার, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, রাজিহার ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক জগদীশ ভক্তসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাশাইল হাফেজিয়া মাদ্রাসার পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মোঃ মাহাবুদ্দিন। শেষে কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
সংবাদটি পঠিত : ১৩৭
৭১