খানসামায় সাংবাদিকের বাড়ি থেকে গরু চুরি
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় সাংবাদিক আজিজার রহমানের বাড়ির গোয়াল ঘর থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরু গুলোর বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যবর্তী সময়ে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ পাকেরহাট (হাসিমপুর চৌধুরী পাড়া সংলগ্ন) বকস্ পাড়ায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সাংবাদিক আজিজার রহমান বলেন, গতকাল রাতে আমার বড় ভাই বখতিয়ার উদ্দিনের গোয়ালঘর থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের আমার ১ টি গাভী ও ১ টি ষাঁড় চুরির ঘটনা ঘটে। আসলে এই গরু চুরির ঘটনাটিকে আমি মনে করি পরিকল্পিত একটি ঘটনা। তার কারণ যখন চোরেরা চুরি করতে আসে তখন তারা গোয়াল ঘরের পাশে শোয়ার ঘরের দরজায় বাহির থেকে আটক করে দিয়ে গরু নিয়ে যায়।
খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় জানান, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে গরু চুরির ঘটনাটি শুনেছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে গরু চুরি বন্ধে পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |