গলাচিপায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের ৬৭’টি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থচেক পাখা বিরতণ
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী:- ১১৩,পটুয়াখালী-৩ আসনের, গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার, গলাচিপা উপজেলা অংশের ৫৫জন হত দরিদ্র অসহায়, বিধবা-বৃদ্ধ-পরিবার কে ২লাখ ৭৫ হাজার টাকার চেক (প্রতিজন কে ৫ হাজার টাকা করে) আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন পটুুয়াখালী ৩ আসনের জাতীয় সংদ সদস্য এসএম শাহসজাদা (এমপি)। ২৪ আগষ্ট বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব হাসান শিবলী, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে গলাচিপা উপজেলার ৬৭টি স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানে শ্রেণি কক্ষের জন্য ১শত ৮৭টি, বৈদ্যুতিক সিলিং ফ্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। সময়ে এস এম শাহজাদা এমপি বলেন তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার মানুষের কল্যাণে যে, সহায়তা দিয়ে যাচ্ছে তা বিশ্বে বিরল দৃষ্টন্ত। পরে অর্থ চেক প্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী ও এমপি জন্য কৃজ্ঞতা জানিয়ে দোয়া করেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |