ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবককে ৩ মাসের কারাদন্ড
|
![]() মোঃ আব্দুল আজিজ স্টাফ রিপোর্টার:- পাবনার ভাঙ্গুড়ায় মাদক (গাজা) সেবনের অপরাধে মাদক সেবী মোঃ সোহাগ হোসেন (২০) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ডারোপ করেছেন ভ্রাম্যমান আদালত। মাদক সেবনরত অবস্থায় সরেজমিনে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এ আদেশ দেন । সোহাগ হোসেন চর-ভাঙ্গুড়া গ্রামের পুরানপাড়ার মৃত: আবদুল মতিন প্রামানিক এর ছেলে। জানা যায, সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে সোহাগ হোসেন মাদক (গাজা) সেবন করছিল,গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাজা সেবনরত অবস্থায় ভাঙ্গুড়া থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে। এসময় ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ডারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, আটককৃত মাদক সেবীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ডারোপ করা হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |