বানারীপাড়ায় মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উদযাপন
|
![]() রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :- বরিশালের বানারীপাড়ায় মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৮ আগস্ট সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন । জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন স্বাগত বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। আলোচনা শেষে ৫জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন ও দুইজনকে ২ হাজার টাকা করে দেওয়া হয়। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |