হিলিতে সরকারী খাদ্যগুদামের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মান
|
![]() হিলি (দিনাজপুর) প্রতিনিধি :- দিনাজপুরের হিলিতে সরকারী খাদ্যগুদামের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেছেন হিলি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা জোসেফ হাসদা। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে পরিচালক, খাদ্য বিভাগ এর নামে এসএ রেকর্ড মূলে বিভিন্ন দাগে মোট সম্পত্তির পরিমান ৩ একর ১৮ শতক। তন্মধ্যে ৬৪৯ দাগে ৪১ শতাংশ জমি রয়েছে। বিগত দিনে সীমানা প্রাচীর নির্মানের সময় তৎকালীন কর্মকর্তা ভুলবশত সীমানার পশ্চিমাংশে ৬৪৯ দাগের ৪১ শতাংশের মধ্যে আনুমানিক ০৮ শতাংশ জমিতে সীমানা প্রাচীর নির্মান করা করেননি। বর্তমানের উক্ত অংশে জনৈক ব্যক্তি অবৈধ ভাবে স্থায়ী নিমারত নির্মান করছেন। যাতে সরকারী সম্পত্তি বেহাত হওয়ার উপক্রম হচ্ছে । হিলি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা জোসেফ হাসদা বলেন, সীমানা প্রাচীর নির্মানের সময় তৎকালীন কর্মকর্তা ভুলবশত সীমানার পশ্চিমাংশে ০৮ শতাংশ জমি সীমানা প্রাচীরের বাহিরে রয়ে যায়। এতদিন ওই জায়গাটিতে জনৈক ব্যক্তি অস্থায়ী বসবাস করে আসছিলেন। বর্তমানে তিনি ওই জায়গায় স্থায়ী ভাবে পাকা ইমারত নির্মান করছেন। তাই খাদ্য বিভাগের সরকারী সম্পত্তি দখল মুক্ত করে খাদ্য বিভাগকে বুঝিয়ে দিতে দিনাজপুর জেলা প্রশাসক বরারর আবেদন করা হয়েছে। যার অনুলিপি হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ নুর-এ-আলম বলেন, এরআগে খাদ্য বিভাগের আবেদনের প্রেক্ষিতে ওই বাড়ির নির্মান কাজ বন্ধ করে দেয়া হয়েছিল। পরে মাপযোগ করে খাদ্য বিভাগের জায়গার সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে। এখন খাদ্য বিভাগ তাদের সীমানা প্রাচীর দিয়ে ঘিরে নিলে তাদের সম্পত্তি দখলমুক্ত হবে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |