উজিরপুরে ৩২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যবসায়ী গ্ৰেফতার
|
![]() উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে জাল নোট সরবরাহকারীর সক্রীয় সদস্য সিদ্দিকুর রহমানকে ৩২ হাজার টাকার জাল নোটসহ গ্ৰেফতার করেছে পুলিশ প্রশাসন। উজিরপুর মডেল থানার এস.আই মেহেদী হাসান, এ.এস.আই আহছাব উদ্দিন, মামুন হোসেন মিলে যাচাই-বাছাই করে অভিযুক্ত জাল টাকার অবৈধ ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ৩০ জুলাই রাত ৯ টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজারে ইমরান হোসেনের মুদি দোকানের সামনে জাল টাকা সরবরাহকারীর সক্রীয় সদস্য মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদার (৪৫) জাল টাকা বিক্রয় করাকালীন সময় বাজারের লোকজন মিলে তাকে ৩২ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গ্ৰেফতারকৃত সিদ্দিকুর রহমান উপজেলার দক্ষিণ কমলাপুর গ্ৰামের মৃত আফতাব উদ্দিন হাওলাদারের ছেলে। এ ব্যাপারে এস.আই মেহেদী হাসান বাদী হয়ে ৩১জুলাই উজিরপুর মডেল থানায় অভিযুক্ত’র বিরুদ্ধে মামলা দায়ের করেন।মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ মমিন উদ্দিন জানান কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা। অভিযুক্ত জাল টাকার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং জাল টাকা সহ গ্রেফতার আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |