বেতাগীতে কোভিট-১৯ প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্টের টাউন হল মিটিং
|
![]() বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে কোভিট প্রতিরোধে ঝূঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদার করণের লক্ষে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিস্ট বিভাগ সমুহের সাথে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ জূলাই) সকাল ১১ টায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে কোভিট-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় সুশাসনের জন্য নাগরিক-সুজন‘র উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে দিন ব্যাপি এ অনুষ্ঠানে অতিথি ছিলেন, বেতাগী পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, রেজাউল করিম ফারুক, বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ডা: ফরহাদ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, বেতাগী প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি লায়ন মো. শামীম সিকদার, সুশাসনের জন্য নাগরিক-সুজন‘র উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: মহসিন খান। এতে বিএলবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, কুমড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিনয় চন্দ্র হাজরা, ফুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: সোহেল রানা, বেতাগী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য বশিরুল আলম পলাশ, সিআইপিআরবির সমন্বয়কারী ইভা নাসরিন, বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পারভীন সুলতানা সহ অন্যন্যরা আলোচনায় অংশ গ্রহণ করেন। বরগুনার ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার সজীব হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক সহকারী সন্বয়কারী মেহেদী হাসান তানভীর। টাউন হল মিটিংয়ে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষাথী, গণমাধ্যম ও এনজিও কর্মি এবং সুশীল সমাজের ৩৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |