নিজস্ব প্রতিবেদক: -ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল এগারটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বর্নাঢ্য আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত মঞ্চে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপু’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রইচ সেরিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগ নেতা হরে কৃষ্ণ হালদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ প্রমুখ। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন শাখার সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া-মিলাদ পরিচালনা করে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।
সংবাদটি পঠিত : ১৩৭
৫৩