বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ অতিবৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে। এতে করে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বরিশালে জোয়ারের পানিতে কিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে। আজ ২৯ আগস্ট শনিবার দুপুর ১ টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে আভাস বরিশাল এর সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণ। অতিবৃষ্টি ও জোয়ারের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে ত্রানসামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পিআইও মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এস এম জাকির হোসেন, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
|