চিরিরবন্দরে ১২০ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাট আটক
|
![]() মোঃ আরিফুজ্জামান জনি দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ১২০ বোতল ফেন্সিডিলসহ মাহিন বাবু (গোলাপ) (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিরিরবন্দর থান পুলিশ। শুক্রবার (২৮শে আগষ্ট) সকাল সাড়ে ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এর একটি দল উপজেলার আমবাড়ি দৌলতপুর এলাকায় ভিতরপাড়ার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। আকটকৃত মাহিন বাবু (গোলাপ) উপজেলার ১০নং ইউনিয়নের দৌলতপুর ভিতরপাড়ার ইলিয়াস হোসেনের পুত্র। থানাসূত্রে জানাযায়, চিরিরবন্দর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এর নেতৃত্বে নিয়মিত টহল দল এই অভিযান চালায়। মাহিন বাবু (গোলাপ) দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে থানা থেকে বলা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নম্বর ৩২।
|