নিজস্ব প্রতিবেদক:- চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে জেলার বাকেরগঞ্জ পৌর শহরের প্রধান সড়কসহ পৌর এলাকার আরো চারটি সড়ক। এসব সড়ক দিয়ে প্রতিনিয়ত স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অতীতের কোন সময় তারা এতো ভাঙ্গা সড়ক দেখেননি। পৌর শহরের সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য ভূক্তভোগীরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের প্রাণকেন্দ্র বাকেরগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে শুরু করে উপজেলা চত্বর পর্যন্ত সড়কের বিভিন্নস্থানে পিচ ও খোয়া উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যেখানে সামান্য বৃষ্টিতেই পানি জমে দুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে।
একই অবস্থা দেখা গেছে, বাকেরগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়র সামনে, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, বাকেরগঞ্জের সংসদ সদস্য রতনা আমিনের বাসভবন, সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের সামনের সড়কগুলোতে।
দীর্ঘদিন থেকে উপজেলা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসব সড়কের বেহাল দশায় প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা এবং ভূক্তভোগীদের চরম দুর্ভোগ পোহাতে হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাকেরগঞ্জ উপজেলার প্রধান এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় যানবাহন চলাচল করছে। এছাড়াও ১৪টি ইউনিয়নের জনসাধারণের যাতায়াতের প্রধান সড়ক দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পরে রয়েছে।
অপরদিকে একইভাবে খানাখন্দে বেহাল অবস্থায় পরে রয়েছে উপজেলা চত্বর থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডের মধ্যকার সাহেবগঞ্জ থেকে চৌমাথা সড়ক। পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের চৌমাথা থেকে কালিগঞ্জের বঙ্গবন্ধু সড়ক এবং পৌর শহরের টিএন্ডটি সড়ক।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, সড়কগুলো নতুন করে নির্মানের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। এ প্রক্রিয়া শেষ হলেই দ্রুত কাজ শুরু করা হবে।
সংবাদটি পঠিত : ১৩৭
৫৭