নিজস্ব প্রতিবেদক: “ভিক্ষাবৃত্তিকে না বলুন” শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে ৬৭ জন নারী-পুরুষ ভবঘুরে ভিক্ষুক ও দুঃস্থদের পুর্নবাসনের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ প্রাঙ্গণে ৬৭ জনের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ছাগল, মুদি দোকানের মালামাল ও ব্যবসায়িক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। এসময় অন্যান্যদের মধ্যে বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক স্বপন কুমার মূখার্জী, উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান, জেলা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।
শুরুতে জেলা প্রশাসক ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। পরে পূর্নবাসিত ১৬ জন ভিক্ষুকের মাঝে নতুন ভ্যান গাড়ি, ১০ জনকে ছাগল, ১২ জনকে সেলাই মেশিন, ১০জনকে চা বিক্রির উপকরণ এবং ১২ জনকে মুদি দোকানের উপকরণ বিতরণ করা হয়।
সংবাদটি পঠিত : ১৩৭
৬৬