নিজস্ব প্রতিবেদক:- দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু চালুর প্রভাবে নৌ-রুটের পর এবার বরিশালের আকাশ পথেও যাত্রী ভাড়া কমিয়েছে বেসরকারী দুটি এয়ারলাইন্স।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারী ইউএস বাংলা বরিশাল-ঢাকা আকাশপথে যাত্রী ভাড়া এক লাফে এক হাজার টাকা কমিয়ে সাড়ে চার হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা নির্ধারন করেছে। নভো এয়ারের ভাড়া আরো এক টাকা কমিয়ে তিন হাজার ৪৯৯ টাকা করা হয়েছে। তবে রাষ্ট্রীয় বিমান আগে থেকেই দেশের সর্বনিন্ম দুরত্বের ঢাকা-বরিশাল আকাশপথে সাড়ে তিন হাজার টাকায় যাত্রী পরিবহন করে আসছে।
সোমবার (১৮ জুলাই) থেকে বেসরকারী দুটি এয়ারলাইন্স ভাড়া কমানোর ঘোষণার পর রাষ্ট্রীয় বিমান প্রতিযোগিতায় টিকতে ভাড়া কিছুটা হ্রাস করবে কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে পরীক্ষা নিরিক্ষা চলছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা। সবকিছু বিবেচনা করে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হতে পারে বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।
সূত্রমতে, করোনা মহামারী কাটিয়ে গত বছরের ২৬ মার্চ থেকে বরিশাল সেক্টরে বিমান তার ফ্লাইট পুনরায় চালুর সময় তিন হাজার দুইশ’ টাকা ভাড়া নির্ধারন করেছিল। গত মার্চের শেষভাগে বেসরকারী দুটি এয়ারলাইন্স বরিশাল সেক্টরে এক লাফে এক হাজার টাকা ভাড়া বৃদ্ধির সময়ে রাষ্ট্রীয় বিমানও তিনশ’ টাকা বৃদ্ধি করে সাড়ে তিন হাজার টাকা নির্ধারন করে।
খোঁজনিয়ে জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের পর থেকেই বরিশাল-ঢাকা নৌরুটের বিলাশ বহুল লঞ্চের ডেক থেকে শুরু করে প্রথম শ্রেনী ও ভিআইপি কক্ষের ভাড়া কমিয়েছে বেসরকারী নৌ-পরিবহন সংস্থাগুলো। এরপরেও দেশের প্রধান যাত্রীবাহী বাণিজ্যিক বরিশাল-ঢাকা নৌপথে যাত্রী সংখ্যা প্রায় ৫০ ভাগের মতো হ্রাস পেয়েছে। বরিশাল থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে মাত্র সাড়ে তিন ঘন্টায় ঢাকায় পৌঁছানোর কারণে নৌ-রুটে যাত্রী সংখ্যা হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
অপরদিকে আকাশ পথে যাত্রীদের ধরে রাখতে বরিশাল সেক্টরে ভাড়া হ্রাস করেছে বেসরকারী এয়ারলাইন্সগুলো। হ্রাসকৃত ভাড়ায় যাত্রীরা আগের মতোই আকাশপথ মুখী থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দুটি বেসরকারী এয়ারলাইন্সের বরিশালের সেলস অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা। তবে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটির বরিশাল সেলস অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন মন্তব্য না করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবিহত রয়েছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, দেশের সবচেয়ে স্বল্প দুরত্বের বরিশাল-ঢাকা আকাশ পথের যাত্রী ভাড়া সর্বাধিক দুরত্বের সমান। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবং সিভিল এ্যাভিয়েশন অথারেটির চেয়ারম্যান গত ফেব্রুয়ারী মাসে বরিশাল সফরে আসলে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষন করেন। এসময় সিভিল এ্যাভিয়েশন অথারেটির চেয়ারম্যান এ অসংগতি দুর করতে শীঘ্রই পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছিলেন। এরপরেই বেসরকারী দুটি বিমান সংস্থার মতো জাতীয় পতাকাবাহী বিমানও বরিশাল সেক্টরে যাত্রী ভাড়া আরো বৃদ্ধি করে।###
সংবাদটি পঠিত : ১৩৭
৮০