কুয়াকাটায় আবাসিক হোটেলে এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
|
![]() কাইয়ুম, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আবাসিক হোটেল থেকে সাদিকা ইসলাম ওরফে রিচি (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। জানাযায়, সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় কুয়াকাটা ভ্রমনে আসা একসাথে চারজন পর্যটক দলের একজন নারী পর্যটককে রুমে রেখে দলের অন্য তিনজন পর্যটকরা সৈকত ঘুরতে যায়, সমুদ্র দর্শন শেষ করে ঐ তিনজন এসে হোটেলের রুম ভিতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে হোটেল কতৃপক্ষকে জানানো হলে আবাসিক হোটেল রোজ গার্ডেন’র কর্তৃপক্ষ মহিপুর থানা পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ওই যুবতীকে জানালা থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে মহিপুর থানার ওসির নির্দেশনায় হোটেলের কক্ষের দরজার ভেতর থেকে লাগানো সিটকানি ভেঙে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানাযায়, কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণের দুই রাত হোটেলে অবস্থানের জন্য চারতলায় D-3 নং কক্ষ ভাড়া নেয়। একইসাথে শরিয়তপুরের ভেদরগঞ্জ গ্রামের মিথিলা ও রোজিনা আক্তার, এবং রায়হান ও রিফাত ড্মুজা থানা থেকে ভ্রমণে আসা চার পর্যটক রুম ভাড়া নেন আবাসিক হোটেলটিতে। স্বামী স্ত্রী পরিচয়ে ওই রুমে অবস্থান করেন নারী ও যুবক। দুই পর্যটক দম্পতি পরিচয় দেয়া চারজনে আলাদা দুটি কক্ষ ভাড়া নেয়। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ওই নারীর সঙ্গে থাকা তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |