নিজস্ব প্রতিবেদক:- বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে মেয়েদের মধ্যে পয়সা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ছয়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হয়। ট্রাইব্রেকারে ৪-৩ গোলে ছয়গ্রামকে হারিয়ে পয়সা সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে ছেলেদের মধ্যে ছয়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সেরাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলায় ২-০ গোলে ছায়গ্রম বিজয়ী হয়।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বিজয়ী দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, ইউপি চেয়ারম্যান বিপুল দাস। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা।
সংবাদটি পঠিত : ১৩৭
৪৯