নিজস্ব প্রতিবেদক: – “রুখে দাঁড়াও সাম্প্রদায়িকত সহিংসতা” শ্লোগানকে সামনে রেখে নড়াইলসহ দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের ওপর হামলা, লুন্ঠন ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
অবসরপ্রাপ্ত অধ্যাপক টুনু রানী কর্মকারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, মোজাম্মেল হক ফিরোজ, গণফোরামের জেলা সভাপতি এ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদার, ট্রেড ইউনিয়নের জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একে আজাদ, উদীচির সংগঠক এ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সি, সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা কমিটি সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু প্রমুখ। বক্তরা অনতিলম্বে হামলার ঘটনার তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সংবাদটি পঠিত : ১৩৭
৫০