নিজস্ব প্রতিবেদক:- পুলিশের সাথে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নেতাকর্মীদের ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির মধ্যদিয়ে বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম রনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাউন কবির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
পরে দলীয় কার্যলয় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ মিছিলে বাঁধা প্রদান করে। এসময় পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি করার পর ছাত্রদল নেতৃবৃন্দরা পিছু হটে দলীয় কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ করেন।
সংবাদটি পঠিত : ১৩৭
৭০