কলাপাড়ায় বাজার রক্ষার দাবীতে এম.পি’র সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
|
![]() মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের শতবছরের ঐতিহ্যবাহী বানাতী বাজার রক্ষার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাজারের দোকানপাট পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদের নোটিশে কারনে শতবর্ষী এ বাজার রক্ষার দাবিতে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিবুর রহমান’র সাথে স্থানীয় প্রায় দেড় হাজার ব্যবসায়ী ও পায়রা বন্দরের ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এ মতবিনিময় সভা করেন। সভায় লালুয়া ইউনিয়নের আ’লীগ সভাপতি তারেক খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, লালুয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা প্রমুখ। এছাড়াও কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অর্থ-সম্পাদক শরিফুল হক শাহিন, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস. কে রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, সাবেক অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় শত শত জন সাধারণ উপস্থিত ছিলেন। এ সময়ে বক্তরা শতবর্ষী ঐতিহ্যবাহী এ বাজারটি রক্ষা করে বিকল্প সড়ক তৈরি করে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন লালুয়া ইউনিয়নের আ’লীগ সাধারন সম্পাদক মো. ফোরকান প্যাদা।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |