উজিরপুর শোলক ইউনিয়নে বিষাক্ত সাপের ছোবঁলে ইজিবাইক চালকের মৃত্যু
|
![]() শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে বিষাক্ত সাপের ছোবলে এক ইজিবাইক চালকের আকস্মিক মৃত্যু হয়েছে। তার পারিবার ও স্হানীয় সুত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শোলক গ্রামের মোঃ কুদ্দুছ সিকদারের ছেলে মিরাজ সিকদার(২৪) বৃষ্টির মধ্যে বাড়ীর পাশে খোলা জমিতে মাছ ধরতে গেলে সেখানে তাকে বিষাক্ত সাপে ছোবল দেয়। বিষাক্ত সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়লে মিরাজ অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের লোকজন মূমূর্ষ অবস্হায় তাকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত বলে ঘোষণা করেন।ইজিবাইক চালক মিরাজের আকস্মিক মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় একটি শোকের ছায়া বিরাজ করছে।বর্তমানে সারাদেশে বন্যা পরিস্থিতি বিরাজ করছে তাই সচেতন মহল এই বিষাক্ত সাপের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন থাকার পরামর্শ জানান।
|