ভাঙ্গুড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা
|
![]() মোঃ আব্দুল আজিজ স্টাফ রিপোর্টার :-পাবনার ভাঙ্গুড়া পৌর সভার ২০২২-২৩ অর্থবছরের ১২ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র গোলাম হাসনাইন রাসেল। মঙ্গলবার (২১জুন) দুপুরে পৌরসভায় নিজের কার্যালয়ে পৌর কাউন্সিলর ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি। ঘোষিত এ বাজেটে রাজস্ব, উন্নয়ন ও প্রকল্প খাতে মোট আয় ধরা হয়েছে ১২ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা। রাজস্ব, উন্নয়ন ও প্রকল্প খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা এবং পৌর সভার রাজস্ব খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে ৩২ লাখ ৬০ হাজার টাকা। বাজেট অধিবেশন প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এম পি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আব্দুল খালেক, প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ বরাত আলী, পৌরসভার সচিব উত্তম কুমার সাহা, সরকারী হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম তরুণ, বি,বি,স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক হাসিনুর রহমান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসান, হিসাব রক্ষক নাজমুল হুদা, কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ।
|