নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন
|
![]() মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন৷ উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক। ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, পবিত্র কুমার সরকার, উপজেলা ক্রীড়া সম্পাদক আবুল হোসেন, প্রধান শিক্ষক সায়েদুল ইসলাম, অমৃত কুমার সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন । খেলায় শাহাগোলা ইউনিয়নের শাহাগোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে বিশা ইউনিয়নের বৈঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় দুই শুন্য গোলে হারিয়ে বিজয়ী হয়।
|