ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
|
![]() শারমিন চৌধুরী স্টাফ রিপোর্টার:- এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তেজগাঁওয়ে বিসিকের বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ, মাদারীপুর বিসিক শিল্প নগরী সম্প্রসারণ, বিটাকের কার্যক্রম শক্তিশালী করার লক্ষে টেস্টিং সুবিধাসহ টুল ইনস্টিটিউট স্থাপন এবং বিএসইসি এর এলইডি লাইট (সিকেডি) এ্যাসেমবিং প্লান্ট স্থাপন শীর্ষক চারটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কার্যক্রমের সূচনা করেন। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, শিবপুরের সাংসদ জহিরুল হক ভুইয়া মোহন, বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক, প্রজেক্ট ডিরেক্টর রাজিউর রহমান মল্লিক, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী ও প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। ২০১৮ সালের অক্টোবরে এসব কার্যক্রম কাজ শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হলো। ইতিমধ্যেই এশিয়ার সর্ববৃহৎ এই সার কারখানাটির প্রকল্পের ৭০ ভাগের বেশি কাজ সম্পন্ন হয়েছে। ১০ হাজার ৪৬০ দশমিক ৯১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটি চালু হলে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিকটন সার উৎপাদন সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |