মাটিরাঙ্গায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত
|
![]() মোঃ করিমুল হক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ মাটিরাঙ্গায় কাভার্ডভ্যান চাপায় মো. রাসেল মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার(১৯ এপ্রিল) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার ডাকবাংলা এলাকায় মাটিরাঙ্গা-তাইন্দং সড়কে তাইন্দং গামী কাভার্ডভ্যান(ঢাকা মেট্রো ট- ১১-৩৩৪৭) ও মাটিরাঙ্গাগামী মোটরসাইকেল ২ জন আরোহী সহ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়। স্থানীয়রা আরোহী একজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। নিহত মো. রাসেল মিয়া উপজেলার তবলছড়ি মাদ্রাসা পাড়ার মেরাজুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে। তবলছড়ি তদন্ত ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ মনির হোসেন ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |