ঈদের আগে-পরে ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ
|
![]() সুজন খান বিশেষ প্রতিনিধি:- দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঈদ যাত্রায় দুর্ভোগ কমাতে আসন্ন ঈদুল ফিতরের আগের ও পরের তিন দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন ও ফেরি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমাবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের কক্ষে এ সভার আয়োজন করা হয়। এবার ঈদে এই রুটে ফেরি সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। আসন্ন ঈদে তিনটি ফেরি বাড়িয়ে এই রুটে ২১টি ফেরি চলাচল করবে। এর সঙ্গে যাত্রী পারাপারের জন্য থাকবে ৩৩টি লঞ্চ এবং ৭০ স্পিড বোট। এছাড়াও দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে সাতটি ঘাটের মধ্যে চারটি চালু আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চুরি-ছিনতাইয়ের কবল থেকে যাত্রীদের রক্ষা করতে ঘাটগুলোতে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য সকল ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |