লাখো মুসল্লিদের ঢল মক্কা-মদিনায়
|
![]() নিউজ ডেস্কঃ- মহামারি করোনাভাইরাসের লাগামহীন তাণ্ডবের রেশ কাটিয়ে আগের রূপে ফিরেছে পবিত্র নগরী মক্কা। গত ২ বছরের বেশি সময় পর ওমরাহ পালনের সুযোগ পাওয়ায় সৌদি আরবের এই শহরটিতে ঢল নেমেছে লাখো মুসল্লির। ওমরাহ পালনের সুযোগ পাওয়ায় সন্তুষ্ট বাংলাদেশিরাও। গত সপ্তারের চেয়ে এ সপ্তাহে আরো বেড়েছে মুসল্লিদের ভিড়। পবিত্র রমজান মাসে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসল্লিদের ঢল নেমেছে মক্কা ও মদিনায়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই ওমরাহ পালনে যাচ্ছেন অসংখ্য মানুষ। মুসল্লিদের চাপ বাড়ায় নানা ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। পবিত্র কাবা চত্ত্বরের ভিড় এড়াতে ইতেমারনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে করতে হয় আবেদন। অনুমতি ছাড়া মক্কায় তাওয়াফ ও মদিনায় জিয়ারত করলে গুনতে হবে ১০ হাজার রিয়াল জরিমানা। এ ছাড়াও মদিনায় মসজিদে নববীতে রওজা জিয়ারতে পাঁচ বছর বয়সের নিচে কেউ প্রবেশ করতে পারবে না। এদিকে চলমান রমজান মাসের প্রথম ১০ দিনে পবিত্র ওমরাহ পালন করেছেন প্রায় ২০ লাখ মুসল্লি। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সৌদি আরবের পবিত্র দুটি মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুল রাহমান আল-সুদাইস দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানান। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |