নর্থ সাউথের ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত: চালক-সহকারী আটক
|
![]() অর্পিতা চাকমা স্টাফ রিপোর্টার:- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মমতাজ মিমের নিহত হওয়ার ঘটনায় একটি কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যানটিও। শুক্রবার (১ এপ্রিল) চট্টগ্রাম থেকে তাদের আটক ও গাড়িটি জব্দ করা হয়। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, চালক সাইদুল ইসলাম ও সহকারী মসিউর রহমানকে চট্টগ্রাম থেকে আটক করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে হালকা গাড়ির লাইসেন্স ব্যবহার করে ভারী যান চালাচ্ছিলেন সাইদুল ইসলাম। ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করলে মিমের নিহত হওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও তিনি জানান। এর আগে সকালে ট্রিপল নাইনে কল পেয়ে মাইশা মমতাজ মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর খবর পেয়ে জ্ঞান হারিয়ে ফেলায় তার বাবাকে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গেছে, অন্যদিনের মতো শুক্রবার সকালে উত্তরার ৬ নাম্বার সেক্টরের বাসা থেকে নিজের স্কুটিতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন মাইশা মমতাজ মিম। সকাল সাড়ে ৭টার দিকে কুড়িল ফ্লাইওভারে উঠলে পেছনে একটি কাভার্ডভ্যান ছিল। সেটি ওভারটেক করে যাওয়ার সময় চাপা দেয় মিমকে। তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ট্রিপল নাইনে কল দেয়। ঘটনাস্থলে পৌঁছে খিলক্ষেত থানার পুলিশ মীমকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পাওয়ার পর হাসপাতালে ছুটে যান স্বজনরা। তারা জানান, মীমের ছোট বোনকে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলেন তাদের বাবা। মীমের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে জ্ঞান হারান শিক্ষক বাবা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে কাভার্ডভ্যান চালক ও তার সহকারীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে গাড়িটিও। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |