বিএমপি কর্তৃক ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রফেতার
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগষ্ট ২০২০ খ্রিঃ ২৩:০০ ঘটিকায় সহকারী পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ রবিউল ইসলাম শামিম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আঃ হালিম খন্দকার, এসআই মোঃ দেলোয়ার হেসেন (পিপিএম), এসআই/মোঃ নজরুল ইসলাম, এসআই/রেহান উদ্দিন, এসআই/সুজিত কুমার গোমস্তা সংগীয় অফিসারবৃন্দ, কোতোয়ালি মডেল থানাধীন ১০নং এর রজ্জাক স্মৃতি কলোনী (কেডিসি) বস্তির সাইদুল ইসলামের টিনসেট ঘরে অভযিান পরচিালনায় মাদক ব্যবসায়ী আসামী ১) মোসাঃ নিলুফা বেগম (২৯), স্বামী-মৃত আঃ মালেক হাওলাদার, মাতা- মোসাঃ কহিনুর বেগমকে ০৫ (পাঁচ) কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রফেতার করনে । উক্ত ঘটনা সংক্রান্তে ধৃত আসামীসহ ০৩(তিন) জনের বিরুদ্ধে কোতয়ালী মডল থানায় মামলা রুজু করা হয়েছে।
|