মতলব উত্তরের ফতেপুর আবুল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন
|
![]() সফিকুল ইসলাম রানা মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে গণনা শেষে ফলাফল প্রকাশ করেন প্রিজাইটিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৫৫ জন। কাস্টিং হয়েছে ৪৭৭ জন, ব্যালট বাতিল হয়েছে ৪৭ টি। নির্বাচন পরিদর্শন করেন ফতেপুর পুর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি মোঃ রজ্জব আলী, সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সাধারণ অভিভাবক সদস্য পদে কবির হোসেন মজুমদার (ব্যালট-২) পেয়েছেন ২৪৩ ভোট, শাহআলম খান মিলন (ব্যালট-৬) পেয়েছেন ২৩৭ ভোট, নজরুল ইসলাম (ব্যালট-১) পেয়েছেন ১৯১ ভোট ও মোঃ মিজানুর রহমান (ব্যালট-৩) ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে শাহিন মোল্লা ও রফিকুল ইসলাম অকৃতকার্য হয়েছেন।
এদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে জোৎন্সা বেগম, শিক্ষক প্রতিনিধি পদে মোঃ কবির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে রত্না পারভেজ, দাতা সদস্য পদে মোঃ জহিরুল ইসলাম চৌধুরী ও প্রতিষ্ঠাতা সদস্য পদে সিরাজুল ইসলাম চৌধুরী বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে প্রধান শিক্ষক মোঃ রজ্জব আলী কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী কয়েকদিনের মধ্যেই সভাপতি নির্বাচন হতে পারে বলে জানান প্রধান শিক্ষক।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |