রাঙ্গাবালীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রহমাতুল্লাহ, বয়স তিন বছর। সে ওই গ্রামের সাইদুল সরদারের ছেলে। জানা গেছে, খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় শিশুটি। এদিকে, অনেক খোঁজাখুজি করার পর পুকুরে ভাসমান অবস্থায় দেখে শিশু রহমাতুল্লাহকে উদ্ধার করে পরিবারের লোকজন রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |