গলাচিপায় গৃহবধু হত্যার অভিযোগে গ্রেফতার ৩
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী। পটুয়াখালীর গলাচিপায় গৃহবধু রুমানা আক্তারকে (১৯) শ্বাসরোধ করে পরিকল্পিত হত্যার অভিযোগে শ্বাশুড়ী, দেবর ও ননদকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে যানা যায়, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬ টায় ঐ গৃহবধুর ডাকুয়া ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডে ছোট চত্রা গ্রামের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর স্বামী তার শ্বশুর বাড়িতে মোবাইলের মাধ্যমে মেয়ে অসুস্থ হওয়ার খবর দেয় এবং গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলে। তারা এসে দেখতে পায় তাদের মেয়ে মৃত এবং সেখানে মেয়ের শ্বশুর বাড়ির কেউই উপস্থিত ছিলনা। মেয়েকে জোরপূর্বক শ্বাসরোধ করার সময় গলায় নখের আছর দেখতে পায় তারা। তাৎক্ষনিকভাবে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে দশমিনা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলীপুরা গ্রামে বসবাসরত মেয়ের মা সাজেদা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় বুধবার দুপুরে মেয়ের স্বামী মো. বেল্লাল হাওলাদার (২৮), শ্বশুর মো. শহিদুল হাওলাদার, শ্বাশুড়ী ঝরনা বেগম, দেবর টিপু ফেরদাউস ও ননদ সীমা বেগমসহ আরও অজ্ঞাত ৩ জনের নাম উল্লেখ করে যে, তার মেয়ে রুমানাকে শ্বাসরোধ করে পরিকল্পিত হত্যার অভিযোগ দায়ের করলে গলাচিপা থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার বলে জানিয়েছেন ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |