নিজস্ব প্রতিবেদক:
মেঘনার ভাঙন থেকে রক্ষা করতে নিজ ঘরের টিনের চাল সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল হোসেন চৌকিদার (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে। মৃত আবুল হোসেন ওই গ্রামের ফারুক চৌকিদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জুয়েল হোসেন জানান, মেঘনা নদীর ভাঙন থেকে নিজ বসত ঘর রক্ষা করতে মঙ্গলবার সকাল নয়টার দিকে ঘরের টিনের চালা অন্য জায়গায় সরাচ্ছিলেন আবুল হোসেনসহ চারজনে। কিন্তু পাশ্ববর্তী বাড়ির সালাম চৌকিদারের পল্লী বিদ্যুতের মিটারের সংযোগ দেয়া ছিল তাদের (আবুল) ঘরের চালার উপরে। অসাবধানতা বশত টিনের চালা স্পর্শ করতেই ওই চারজন বিদু্যুতায়িত হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃতবলে ঘোষনা করেন। হিজলা থানার ওসি মোঃ ইউনুছ মিয়া তথ্যের সত্যতা স্বীকার করেছেন।