উজিরপুর হারতা ইউনিয়ন এর মানসিক ও শারীরিক প্রতিবন্ধী হাফিজুর নিখোঁজ
|
![]() উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন, ৬ নং ওয়ার্ড, নাথারকান্দি গ্রাম এর মানসিক ও শারীরিক প্রতিবন্ধী হাফিজুর রহমান (২৬) পিতা মৃত সৈয়দ বেপারি শরীরের রং কলো বর্নের লুঙ্গি ও খয়রি রং এর শার্ট পরিহিত তার পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে গত ২৩ মার্চ ২২ইং তার মায়ের সাথে নাজিরপুরের গিলাতলায় বড়ো বোনের বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে ২৪ মার্চ ২২ তারিখে নিখোঁজ হয়!অনেক খোঁজা- খুঁজির পর এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায় নি ছেলেটি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী হিসেবে পরিচিত যদি কোন ব্যক্তি উক্ত ছেলেটির সন্ধান পান অনুগ্রহপূর্বক 01885410904 এই নাম্বারটি তার বড় ভাই মোঃ হাকিম বেপারীর সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তার পরিবার।
|