বরিশাল র্যাব ৮ এর অভিযানে অস্র ও একাদিক মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার র্যাব ৮ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ২৫ মার্চ বরিশাল জেলার গৌরনদী মডেল থানাধীন লাখরাজ কসবা,রামসিদ্ধির সোবাহান সরদারের বাড়ির সামনে থেকে মোহাম্মদ মৃধার ছেলে মোঃ কবির মৃধা(৪৫) গ্রাম নন্দনপট্রি (মৃধাবাড়ি)থানা গৌরনদী জেলা বরিশাল এর নিকট হইতে ০৭(সাত) টি সদ্য তৈরির হাত বোমা,সাদা পলিথিনের মধ্যে ১১৫(একশত পনের) টি কাঁচের মার্বেল, ০১(এক) টি সাদা পলিথিন এর মধ্যে ৮৬৫ গ্রাম ভাঙ্গা কাঁচের টুকরো, সাইকেলের বিয়ারিং বল ০২(দুই) প্যাকেট, বিস্ফোরক ভর্তি ০৬ (ছয়)টি কলম,কালো টেপ ০৪(চার)টি,দুই কালারের তার মোট ১৯ ফিট ০৪ ইঞ্চি এবং ০১(এক)টি একনলা বন্দুক উদ্ধার করে বলে বরিশাল র্যাব ৮ এর পক্ষ থেকে তথ্য পাওয়া যায়।র্যাবের পক্ষ থেকে আরো জানান যে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা গিয়েছে যে সে একজন পেশাদার অস্র ব্যবসায়ি,বোমা তৈরির একজন দক্ষ কারিগর এবং বোমা তৈরির বিভিন্ন প্রকার সরঞ্জাম বিক্রি ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্য মজুদ রাখে এবং ধ্বংসাত্ব কাজে ব্যবহার করে এছাড়া গ্রেফতার কৃত আসামিকে জিজ্ঞেসাবাদ ও পিসি পিআর জাছাই করে জানা গিয়েছে যে তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে বরিশাল র্যাব ৮ সিপিএসসি এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় অস্র এবং বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে ভিকটিমকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করেন। র্যাবের পক্ষ থেকে জানান যে আমরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক,দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে,তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের এ অভিযান চলমান এবং অব্যাহত থাকবে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |