খানসামায় বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা দিবস পালিত
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার, খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেন। ফুলেল শ্রদ্ধার পর স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
এরপর খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রিড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে শহীদ অমিয় কুমার গুহ স্মরণে প্রীতি ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, অফিসার ইনচার্জ কামাল হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারি।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |