কুয়াকাটা ও মহিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
|
![]() নিজস্ব প্রতিবেদক:- মহিপুর (পটুয়াখালী) কুয়াকাটা ও মহিপুর থানার সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত করেছে। মহান স্বাধীনতা দিবসে পর্যটন নগরী কুয়াকাটা পৌর আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক গোষ্টি পৃথক পৃথক র্যালী ও আলোচনা সভার আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করেন। আজ (২৬ মার্চ) সকালে কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ বারেক মোল্লার নেতৃত্বে বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে পৌর আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। ঐদিকে কুয়াকাটা পৌর বিএনপির আহ্বায়ক আঃ আজিজ মুসুল্লী’র সভাপতিত্বে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া মিলাদ সম্পন্ন করেছে দলটির নেতৃবৃন্দরা। মহিপুর থানা আওয়ামীলীগ ও বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মহিপুর থানা পুলিশের পক্ষ থেকে মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফুলেল শ্রদ্ধার আগে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ, আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, মিস্ত্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয়, আজিমপুর মাধ্যমিক বিদ্যালয়, মুসুল্লীয়াবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা; লতাচাপলী, ধুলাসার এবং ডাবলুগঞ্জ ইউনিয়নের প্রধান রাজনৈতিক দলসহ সামাজিক সংগঠন র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।
|