গলাচিপায় মৎস্য চাষিদের আরডি ও এফ এফ প্রশিক্ষণ
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ ” এর আলোকে পটুয়াখালীর গলাচিপা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ২৪ মার্চ বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এর সভাপতিত্বে ২০২১- ২০২২ আর্থিক সালে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের ( ২য় পর্যায়ে) (২য় সংশোধিত) এর আওতায় ১ম গ্রুপ ১ম ধাপে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময়ে প্রকল্পের ডিপিডি মুহাম্মদ নাসির উদ্দিন প্রধান অতিথি থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী পুরুষ উৎসাহী মৎস্য চাষিদের হাতে কলমে( আরডি এফ এফ) result democratic fellow farmer) অথবা ফলাফল পদর্শক বন্ধু চাষী বা সহযোগী চাষী) এর উপর বিভিন্ন প্রজাতির মাছ চাষের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রযুক্তির দিকনির্দেশনা দেন। এসময়ে বিভিন্ন ফিল্ড এ্যাসিট্যান্ড ও ক্ষেত্র সহকারী মোঃ আমরুল ইসলাম ও গনমাধ্যম কর্মীবৃন্দরা উপস্থিত উপস্থিত ছিলেন।
|