বোরহানউদ্দিনে স্কুল শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ
|
![]() গোলাম মাহমুদ শাওন ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধি:-
ভোলার বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (২৩-৩-২২) সকালে বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম ব্যক্তিগত অর্থায়নে ওই প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক ১০০ শিক্ষার্থীর মাঝে এ পোশাক বিতরণ করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগমের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি পৌর মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন,বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। লেখাপড়ার গুণগত মান নিশ্চিত করার জন্য তিনি শিক্ষকদেরকে আহ্বান জানান। অর্থের অভাবে কোন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম যেন বন্ধ না হয়,সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) তহমিনা বেগম, কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ, মোঃ সেলিম রেজা প্রমুখ।উল্লেখ্য ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটির চাহিদা মোতাবেক ক্রমবর্ধমান হারে নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করে যাচ্ছেন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |