মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেনের অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মনির হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী প্রধান শিক্ষক মোতালেব হোসেন, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সমাজ সেবক মোঃ শাহজালাল, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম আক্তার, ডাক্তার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, চান্দ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আমিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান, নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম, গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনূর বেগম সাবেক শিক্ষক মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আজ যিনি আমাদের মাঝ থেকে অবসর জনিত বিদায় নিচ্ছেন তিনি হলেন প্রধান শিক্ষক মোতালেব হোসেন। তিনি ছিলেন একজন বিশাল গুনের অধিকারি। যার অবদান শুধু গোপালকান্দি নয় পুরো উপজেলায় তার সুনাম রয়েছে। তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তার দীর্ঘ হায়াত কামনা ও সকলের নিকট দোয়া চাই।
সংবাদটি পঠিত : ১৩৭
৩৮