উজিরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি শাহে আলম
|
![]() উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে আজ ২০ মার্চ রবিবার মশাং মাধ্যমিক বিদ্যালয়ের ২৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি।এসময়ে তিনি তার বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন পুরোনে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে তার একজন কর্মী হিসাবে বিদ্যালয়ের ভগ্নদশাকে নতুনভাবে বহুতল ভবন করে আপনাদের উন্নয়ন করতে সক্ষম হয়েছি। এজন্য আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আরো একবার মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। তিনি এদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন, এই দেশের মানুষকে স্বপ্ন দেখান এবং তিনি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে নিরলস কাজ করে থাকেন।এই বলে তিনি প্রতিষ্ঠানের উত্তর উত্তর উন্নতি কামনা করে তার বক্তব্য শেষ করেন।এসময়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহে আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। এসময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ, সাবেক চেয়ারম্যান মোঃ দ্বিলিপ খন্দকার, শহীদ স্বরণীকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল সরদার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলী হায়দার খাম সহ প্রমূখ।
|