কামরুজ্জামান বাঁধন ॥
সরকারি নির্দেশনা থাকলেও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জের ইউনিয়ন আওয়ামীলীগ নেতার প্রতিষ্ঠান কিসমতপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এমনকি পালন করা হয়নি কোনো অনুষ্ঠানও।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। লাইব্রেরী কক্ষের পরিবেশ নোংরা এবং বিদ্যালয়ের টিনের চালের উপরে গাছের পাতা পড়ে স্তুপ হয়ে আছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি নিয়ম অনুযায়ী সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস খোলা থাকলে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করে কার্যক্রম শুরু করতে হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় পতাকা উত্তোলন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হবে।
কিসমতপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, আমার জানামতে অনুষ্ঠান পালন করা হয়েছে।
পতাকা উত্তোলন না করার বিষয়ে জানতে চাইলে ভুল স্বীকার করে তিনি বলেন, পরে কথা হবে। এবারে ভুল হয়েছে আগামীতে আর হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং কেন জাতীয় পতাকা উত্তোলন করেননি সে বিষয়ে জানতে চাওয়া হবে।
সংবাদটি পঠিত : ১৩৭
৪৯