গৌরনদীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
|
![]() গৌরনদী প্রতিনিধি:- বরিশালের গৌরনদীতে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী। বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা ডায়াগনষ্টিক এসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব, সাধারন সম্পাদক আনিছুর রহমান, সহ-সম্পাদক রুপা খানম, তিনবেলা চাইনিজ রেস্টুরেন্টের মালিক স্বজল ঘোষ, শ্রী গৌর নিতাই মিষ্টান্ন ভান্ডারের মালিক গৌরাঙ্গ ঘোষ, খান মেডিকেল হলের মালিক আলহাজ¦ আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ক্লিনিক মালিকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মালিকরা উপস্থিত ছিলেন।
|