খানসামার আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ২য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
|
![]()
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে ২য় শ্রেণিতে পড়ুয়া ৩ বন্ধু মিলে গোসল করতে গিয়ে নিখোঁজ লাবিব ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ও অপর দুজন সুস্থ আছে। রবিবার (৬ মার্চ) বিকেলে খানসামা আত্রাই সেতুর পার্শ্বে এ ঘটনা ঘটে। মৃত লাবিব উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র৷ প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে ডুবে যায় লাবিব। পরে তার দুই বন্ধু মিলে উদ্ধার করতে গেলে তারাও এক পর্যায়ে ডুবে যায়৷ বিষয়টি দেখতে পেয়ে নদীতে মাছ ধরতে থাকা এক জেলে বাকিদের উদ্ধার করলেও লাবিব কে খুঁজে পায়নি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে লাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, এরকম মৃত্যু কাম্য নয়। এমন মৃত্যু রোধে অভিভাবকদের সচেতনতা থাকা জরুরী। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |