কামরুজ্জামান বাঁধন ॥
“একটি বাড়ী একটি খামার-আমার বাড়ী আমার খামার-পল্লী সঞ্চয় ব্যাংক” এর উদ্যোগে মির্জাগঞ্জ উপজেলার গ্রামীণ দরিদ্র মানুষের সমৃদ্ধি আরও এগিয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) বেলা ১১টায় নবনির্মিত উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদার।
মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসীম উদ্দীন সবুজ মৃধার সঞ্চায়লনায় স্বাগত বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক পটুয়াখালী জেলা আঞ্চলিক কার্য্যালয়ের জেলা কর্মকর্তা মোঃ আল-আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী,মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা,সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল বেপারী,দুমকি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম,মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মোঃ মিজানুর রহমান লাভলু,মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আবুল বাসার নাসির হাওলাদার,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার,ছাত্রলীগ নেতা মোঃআনোয়ার জোমাদ্দার, আদনান হোসেন শাওন ও পল্লী সঞ্চয় ব্যাংক মির্জাগঞ্জ শাখা ব্যবস্থাপক মোসাঃ রুমা বেগম প্রমূখ।
সভায় উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্যগণ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ১৬০টি গ্রাম সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ২০২১-২০২২ অর্থ বছরে মাঠ পর্যায়ে ঋন বিতরন ও আদায়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় পল্লী সঞ্চয় ব্যাংক মির্জাগঞ্জ শাখার ৩জন মাঠ সহকারী অমূল্য চন্দ্র রায়,আসমা বেগম ও বিপুল চন্দ্রকে পুরস্কৃত করা হয়।
সংবাদটি পঠিত : ১৩৭
৬১