উজিরপুরে দফায় দফায় হামলা শিশু কন্যা সহ আহত ৩
|
![]() উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় পরিবারের উপর দফায় দফায় হামলা চালিয়ে বাবা ও শিশু কন্যাকে রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস (১৬) একই বাড়ির সুখরঞ্জন বিশ্বাসের ছেলে অর্পন বিশ্বাস শিশু শ্রেণির ছাত্রকে ২৫ ফেব্রুয়ারি দুপুরে ডেকে নিয়ে মারধর করে আহত করে। এরপর আহত শিশুর পিতা সুখরঞ্জন বিশ্বাস হৃদয়ের বাবা নিমাই বিশ্বাস ও মা -মায়ের কাছে বিচার দিতে গেলে উল্টো তারা গালিগালাজ করে। এরপর বিষয়টি স্হানীয় মোড়লদের জানালে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় নিমাই বিশ্বাস ও তার স্ত্রী পুতুল বিশ্বাস মিলে পুনরায় বসত ঘরে ঢুকে সুখরঞ্জন বিশ্বাস ও তার আরেক শিশু কন্যা স্বর্না (১২) এর উপর হামলা চালায়। স্হানীয়রা আহতদের মূমূর্ষ অবস্হায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যপারে আহত,র ভাই মনোরঞ্জন বিশ্বাস বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করন। অভিযুক্ত পুতুল বিশ্বাস হামলার বিষয়টি স্বীকার করে বলেন আমরা স্হানীয় ভাবে বিষয়টি মিমাংসায় যাবো। উগ্রমেজাজি পুতুল বিশ্বাস আরো বলেন একই বাড়ির লোকজনকে সামান্য মারধর করছি। এটা সাধারন বিষয়। আমরা কাউকে হত্যা করিনি। আহতের পরিবার জানান পুতুল বিশ্বাস সুদের টাকায় পাহাড় গড়ে কোন আইনকে তোয়াক্কা করেননা। হামলা চালিয়েও ক্ষ্যন্ত হয়নি তারা। তাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। হুমকীর মুখে আতঙ্কে আহতের পরিবার। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে। স্হানীয় একাধিক ব্যাক্তি বলেন পুতুল বিশ্বাস অন্যায় অপরাধের চরমে পৌছেছে। ওই হামলাকারীদের বিচারের দাবীতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন আহত,র পরিবার।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |