গলাচিপায় ইয়াবা সহ নরসুন্দর গ্রেফতার
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতি পটুয়াখালীর গলাচিপায় র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃতে ২৭ ফেব্রয়ারী রবিবার শেষ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধীতা অভিযানে গজালিয়া ইউনিয়নের বাজার সড়কের কাঁচা রাস্তার পাশে সোহান সরদার এর পরিত্যাক্ত বাড়ীর সামনে মাদক দ্রব্য ৩৬ পিচ ইয়াবা ট্যাবলেট যার অবৈধ বাজার মূল্য প্রায় (এগারো হাজার টাকা) ও একটি মোবাইল সহ অসীম চন্দ্র শীলের ছেলে নরসুন্দর (নাপিত) অপু চন্দ্র শীলকে গ্রেফতার করে র্যাব-৮। জানা যায়, পেশায় একজন নাপিত হলেও নিয়োমিত সে একজন ইয়াবা ব্যাবসায়ী। পরে গ্রেফতার কৃত ইয়াবা ব্যাবসায়ীকে গলাচিপা থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
|