মেহেন্দিগঞ্জে পোল্ট্রি ফিস ফিড ব্যবসায়িকে মারপিট করে টাকা ছিনতাই’র অভিযোগ
|
![]() বিশেষ প্রতিনিধি :- মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বাজারের ব্যবসায়ি নুরজাহান পোল্ট্রি ফিস ফিড’র মালিক মোঃ ইউনুস খান (৩০)কে মারধর করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার মোঃ ইউনুস খান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তিনি পাতারহাট উত্তর বাজারের একজন পুরাতন প্রতিষ্ঠিত পোল্ট্রি ফিস ফিড’র দোকানদার। তিনি রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় কৃষি ব্যাংকে ৪ লাখ ৭০ হাজার টাকা জমা দিতে যাওয়ার সময় পথিমধ্যে পৌরসভার সামনে থেকে আমু, শিপন, লিটন নামের তিন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করে টেনেহিঁচড়ে একটি দোকানের মধ্যে নিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। তাদের মারধরের শিকার ব্যবসায়ি ইউনুস আহত হলে তার স্বজনরা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নেন এবং ঘটনা সম্পর্কে জানেন। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলে জানান আহত । হামলাকারীরা এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ব্যবসায়ীকে মারধরের সময় কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। পরে তার পরিবারের লোকজন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। তবে আমু প্রভাবশালী হওয়ায় ইউনুসকে মারধরের সময় তাকে প্রতিহত করতে পারেনি। এ বিষয়ে আহত মামলার প্রস্তুতি নিলে আমু ও তার লোকজন তাকে উল্টো মামলায় জড়িয়ে হয়রানী করার ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |