নিজস্ব প্রতিবেদক:
ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ড ও বিমান বন্দরের মতো নৌ-পরিবহন টার্মিনালের ইজারা প্রথা বাতিল করাসহ টার্মিনাল টোল আদায় বন্ধ করা, নৌ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া কার্যকর, নৌ-পরিবহনে ভ্রমণকারী শিক্ষার্থীদের হাফ ভাড়াসহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করেছেন বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠি বিক্ষোভ সমাবেশে বরিশাল নৌ-যাত্রী পরিষদের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ হারুন বিশ্বাস, সফিকুর রহমান মিরাজ, শান্ত রঞ্জন চৌধুরী, জামান কবির, সাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।
বক্তারা নৌ-পরিবহনে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহণ করা বন্ধ, প্রতিটি নৌ-পরিবহনের পর্যাপ্ত বয়া, লাইফ জ্যাকেটসহ সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন।
সংবাদটি পঠিত : ১৩৭
৩৩